শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

গাজীপুরে সাংবাদিক হত্যা: আটক ৫

নিজস্ব প্রতিবেদক / ৪০ বার
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৮ আগস্ট) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানিয়েছেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং জড়িত থাকার প্রমাণ মিললে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

গতকাল রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল। সাংবাদিক তুহিন সেই দৃশ্য মোবাইলে ভিডিও করছিলেন। তখন দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলের একটি দোকানের সিসিটিভি ফুটেজ থেকে এই তথ্য নিশ্চিত হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, ‘সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার আগমুহূর্তের কিছু দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এতে দেখা যায়, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছে। পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন আসাদুজ্জামান। ধারণা করা হচ্ছে, এ কারণেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

এ ঘটনার খবর সারাদেশে ছড়িয়ে পড়লে গতকাল রাত ১২টায় হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। বিভিন্ন রাজনৈতিক দলও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছে।


এ জাতীয় আরো খবর...