শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

গিলক্রিস্টের যে বিশ্বরেকর্ড কেড়ে নিলেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক / ৪৬ বার
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

‘ক্যারিয়ার প্রায় শেষদিকে, এখন সব ইনিংসই আমার কাছে স্পেশাল’ – কথাগুলো মুশফিকুর রহিমের। গতকাল দিন শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন কথাগুলো। ক্যারিয়ারের শেষ দিকে ইনিংসগুলো আবেগি কারণে ‘স্পেশাল’ হয় যেমন, রেকর্ডের দিক থেকেও স্পেশাল হয় কিন্তু। ক্যারিয়ার লম্বা হলে শেষ দিকে যে হাত বাড়ালেই ছোঁয়া যায়, কেড়ে নেওয়া যায় রেকর্ড। মুশফিকুর রহিম আজ সেটাও করলেন। অ্যাডাম গিলক্রিস্টের একটা বিশ্বরেকর্ড কেড়ে নিজের করে নিলেন।

গিলক্রিস্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটেই খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। সব মিলিয়ে রান করেছেন ১৫৪৬১। আর তা করেই বিশ্বরেকর্ডটা নিজের করে রেখেছিলেন তিনি। আজ মুশফিক সম্মিলিত রানসংখ্যায় ছাড়িয়ে গেছেন গিলক্রিস্টকে।

বাংলাদেশ ইনিংসের ৯৯তম ওভারে আসিথা ফার্নান্দোকে স্কয়ার কাট করে তুলে নেন একটা রান। নেলসন নাম্বার ভেঙে তার রান গিয়ে পৌঁছায় ১১২-তে। তাতেই গিলক্রিস্ট পেছনে পড়ে যান। মুশফিকের সম্মিলিত ক্যারিয়ার রান গিয়ে দাঁড়ায় ১৫৪৬২-তে।

না, দুজনের এই রান ব্যাটিংয়ের কারণে বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখায়নি। গিলক্রিস্ট আর মুশফিকের চরিত্রের কারণে এই রান বিশাল কিছু বনে গেছে। পুরো ক্যারিয়ারে একটাও বল করেননি দুজনের কেউই। কখনো বোলিং না করা ব্যাটারদের ভেতর সবচেয়ে বেশি রানের রেকর্ডটা এতদিন ছিল গিলক্রিস্টের। আজ সকালের সেশনে যা নিজের করে নেন মুশফিক।

মুশফিক অবশ্য সেখানেই থেমে যাননি। পুরো সে রানের সঙ্গে আরও ২৯ রান যোগ করেছেন দ্বিতীয় দিনের প্রথম সেশনে। দাঁড়িয়ে আছেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। ১৪১ রান নিয়ে শেষ করেছেন প্রথম সেশন। গলের নিখাদ ব্যাটিং স্বর্গে রানটা আরও বড় কিছুতেই নিশ্চয়ই রূপ দিতে চাইবেন দেশের সবচেয়ে বেশি টেস্টে খেলা এই ব্যাটার।


এ জাতীয় আরো খবর...