ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান তিনজনকে ফাঁসি দিয়েছে। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, “হত্যাকাণ্ড চালানোর” জন্য দেশে সরঞ্জাম পাচারের চেষ্টা করার অভিযোগেও তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ রসুলের নাম উল্লেখ করেছে সংবাদ সংস্থা মিজান। তাদের ইসরাইলের “সহযোগী” হওয়ায় গ্রেপ্তার ও বিচার করা হয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে, ইরান-ইসরাইল ১২ দিনের সংঘাতের সময় ইসরাইলের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান।