মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। শনিবার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে তিন মিনিটের ব্যবধানে, সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে, ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় মূলত গার্মেন্টস, কসমেটিকস এবং ছোট ছোট শোরুম রয়েছে। দুর্ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।


এ জাতীয় আরো খবর...