টালিউড ইন্ডাস্ট্রির ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়। তার স্বামী সব্যসাচী চক্রবর্তী পেশায় একজন সাংবাদিক। এর বাইরে সব্যসাচীর আরও একটি পরিচয় হচ্ছে, তিনি জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তীর ভাই। গত কয়েক মাস ধরেই টালিপাড়ায় গুঞ্জন ছিল―বিচ্ছেদের পথে হাঁটছেন সুস্মিতা ও সব্যসাচী।
এতদিন বিচ্ছেদ গুঞ্জন থাকলেও এবার সেটিই সত্য হলো। মঙ্গলবার (১ জুলাই) অভিনেত্রী সুস্মিতার জন্মদিন। জীবনের বিশেষ এই দিনেই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের খবর জানালেন তারা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সব্যসাচী এদিন লিখেছেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে আশার শেষতম শুভেচ্ছায় ভালো থাকিস।’
তিনি আরও লিখেছেন, ‘নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দুই পক্ষের মিলল না, মন খারাপ দুই পক্ষেরই। সেসব কাটিয়েই এগিয়ে যাওয়া হোক।’ তবে সব্যসাচী সুস্মিতার জন্মদিনের শুভেচ্ছায় নিজেদের বিচ্ছেদের খবর জানালেও এর পেছনে উঁকি দিচ্ছে তাদের বিয়ের সাজ।
এদিকে তারকাদের বিচ্ছেদ নিয়ে চর্চা হওয়া নতুন কিছু নয়। বিষয়টিকে সামনে রেখে সুস্মিতা-সব্যসাচীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অভিনেতা সব্যসাচী। তিনি জানিয়েছেন, অন্যদের চর্চা ও সমালোচনা অনুগ্রহ করে এখানেই শেষ হোক।
সব্যসাচী আরও জানিয়েছেন, আপনাদের কাছে দুই পক্ষেরই গলাগলি আশা করছি, কোনো গালাগালি নয়। তারপর আপনাদের সব ইচ্ছা। এই পোস্ট দুই পক্ষের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার অনুগ্রহ করে আলোচনা থামান। দু’জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে।