শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু আজ থেকে

নিজস্ব প্রতিবেদক / ১১ বার
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

এক সপ্তাহের নিস্তব্ধতা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্বাভাবিকভাবে চালু করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) থেকে ক্লাস পরীক্ষা স্বাভাবিকভাবে চালু করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে পূর্বেই বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটগুলোকে জানানো হয়।

এর আগে ৩০ ও ৩১ আগস্ট স্থানীয়দের সাথে সংঘর্ষের জেরে দুইদিন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও গত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল পরীক্ষাও।

গেলো বুধবার থেকে ক্লাস শুরুর কথা বলা হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো একেবারেই কম। ফলে বেশিরভাগ বিভাগেই ক্লাস অনুষ্ঠিত হয়নি। পরে আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) থেকে ক্লাস পরীক্ষা স্বাভাবিক নিয়মে পরিচালনার উদ্যোগ নিতে উদ্যোগ নেয় প্রশাসন। আজ সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। বুধবারের তুলনায় আজ উপস্থিতি কিছুটা বেশি।

শত শত শিক্ষার্থী আহত হওয়ার পর ক্লাস চালু নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষা কার্যক্রমে যেন ব্যাঘাত না ঘটে সেটি নিয়ে সর্বোচ্চ আন্তরিক প্রশাসন। উল্লেখ্য, গেলো ৩০ ও ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইটে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা।


এ জাতীয় আরো খবর...