শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

চার উত্তরসূরি বাবার আসনে ধানের শীষ পেলেন

নিজস্ব প্রতিবেদক / ১৯ বার
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৫টি আসনের মধ্যে ২৬টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তাদের মধ্যে বিএনপির সাবেক চার এমপির আসনে তাদের সন্তানকে মনোনীত করা হয়েছে। বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসাবে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ করেছেন তারা। তৃণমূলের জনপ্রিয় নেতাদের মনোনীত করায় খুশি নেতাকর্মীরাও।

ধানের শীষের মনোনয়নপ্রাপ্তরা হলেন-যশোর-৩ (সদর) আসনে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ-৩ আসনে চারবারের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে চারবারের সাবেক সংসদ সদস্য আহসানুল হক মোল্লার ছেলে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহাম্মদ বাচ্চু মোল্লা ও মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সাবেক সংসদ সদস্য আহমেদ আলীর ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদ আহমেদ অরুণ।

যশোর-৩ (সদর) আসনে মনোনীত অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন অমিত। যশোর জেলার পাশাপাশি খুলনা বিভাগের ১০ জেলায় বিএনপিকে শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন।

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে মনোনীত মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বাবার রাজনীতির হাল ধরেন। রনির নেতৃত্বে বিএনপি সংগঠিত হয়েছে।

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে মনোনীত মাসুদ অরুণ বাবার জীবদ্দশায় রাজনীতিতে সক্রিয় হন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে অরুণ নেতৃত্ব দিয়েছেন। দল তাকে মূল্যায়ন করায় অনুসারীরা খুশি।

জানতে চাইলে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, বরেণ্য রাজনীতিবিদ তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের নেতা। তার উত্তরসূরি হিসাবে রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করেছেন অনিন্দ্য ইসলাম অমিত। তাকে ধানের শীষের মনোনয়ন দেওয়ায় আমরা খুশি। যশোরের মানুষ বিপুল ভোটে অমিতকে বিজয়ী করবে বলে আশাবাদী।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মেহেরপুর-১ আসনের বিএনপি প্রার্থী মাসুদ অরুণ বলেন, যারা দীর্ঘ ১৭ বছর রাজনীতির মাঠে ছিলেন, এটি তাদের বিজয়। আমরা একাত্তরের চেতনা ও জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছি। ঐক্যবদ্ধভাবে জনগণের এ সংগ্রামকে বিজয়ের দিকে নিয়ে যেতে চাই। মনোনয়ন পাওয়ায় আনন্দিত হয়েছি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।

 


এ জাতীয় আরো খবর...