কক্সবাজারের টেকনাফের ৩ কিশোর গত চার মাস ধরে নিখোঁজ রয়েছে। তারা হলেন উনচিপ্রাং এলাকার মো. রেদোয়ান (১৫), মো. দেলোয়ার হোসেন (১৪) ও মো. রাসেল (১৬)।
ভুক্তভোগী পরিবার বলছে, সমুদ্র পথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে তিন কিশোরকে নিয়ে যায় দালাল চক্র। তারপর প্রায় চারমাস ধরে নিখোঁজ তিনজনই। তারা আদৌ জীবিত আছে কি-না কিংবা তাদের শেষ পরিণতি কি হয়েছে তা জানা নেই কারো।
মো. রেদোয়ানের বাবা শামসুল আলম বলেন, আমরা খুব অসহায় পরিবার, কৃষি ও চিংড়ি ঘেরে কাজ করে কোন রকম সংসারের খরচ জোগাড় করি। এরমধ্যে গত ৪ মাস আগে আমার ছেলে রেদোয়ানসহ আরও দুজনকে একটি এনজিওতে ট্রেনিংয়ের কথা বলে টেকনাফ পাঠানো নিয়ে দালাল আবুল কালাম, মো. ইব্রাহিম, নুর হোসেনসহ দালাল চক্র। পরে তারা আর ফিরেনি পরে শুনেছি তাদের মালয়েশিয়া পাচারের জন্য সাগরে ট্রলারে তুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জানাজানি হলে দালাল চক্র আমাদের সঙ্গে যোগাযোগ করে বলে, আপনাদের ছেলে আমাদের কাছে আছে। তাদেরকে সাগর পথে মালয়েশিয়া পাঠানো হচ্ছে। তাই জনপ্রতি আগে দুই লাখ টাকা দিতে হবে। মালয়েশিয়া পৌঁছালে বাকি আরও দুই লাখ দিতে হবে। এভাবে বলার পরে দালালদের সন্তানের জন্য তিনজনের জন্য ৬ লাখ টাকা দেওয়ার পরেও চার মাস হলো তাদের কোনো খোঁজ খবর নেই।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মাদক ও মানব পাচারকারীসহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। তবে মানব পাচারের শিকার উনচিপ্রাং এলাকার ঘটনা তদন্তে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।