শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

চার মাস ধরে নিখোঁজ ৩ কিশোর

নিজস্ব প্রতিবেদক / ৪৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

কক্সবাজারের টেকনাফের ৩ কিশোর গত চার মাস ধরে নিখোঁজ রয়েছে। তারা হলেন উনচিপ্রাং এলাকার মো. রেদোয়ান (১৫), মো. দেলোয়ার হোসেন (১৪) ও  মো. রাসেল (১৬)।

ভুক্তভোগী পরিবার বলছে, সমুদ্র পথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে তিন কিশোরকে নিয়ে যায় দালাল চক্র। তারপর প্রায় চারমাস ধরে নিখোঁজ তিনজনই। তারা আদৌ জীবিত আছে কি-না কিংবা তাদের শেষ পরিণতি কি হয়েছে তা জানা নেই কারো।

মো. রেদোয়ানের বাবা শামসুল আলম বলেন, আমরা খুব অসহায় পরিবার, কৃষি ও চিংড়ি ঘেরে কাজ করে কোন রকম সংসারের খরচ জোগাড় করি। এরমধ্যে গত ৪ মাস আগে আমার ছেলে রেদোয়ানসহ আরও দুজনকে একটি এনজিওতে ট্রেনিংয়ের কথা বলে টেকনাফ পাঠানো নিয়ে দালাল আবুল কালাম, মো. ইব্রাহিম, নুর হোসেনসহ দালাল চক্র। পরে তারা আর ফিরেনি পরে শুনেছি তাদের মালয়েশিয়া পাচারের জন্য সাগরে ট্রলারে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জানাজানি হলে দালাল চক্র আমাদের সঙ্গে যোগাযোগ করে বলে, আপনাদের ছেলে আমাদের কাছে আছে। তাদেরকে সাগর পথে মালয়েশিয়া পাঠানো হচ্ছে। তাই জনপ্রতি আগে দুই লাখ টাকা দিতে হবে। মালয়েশিয়া পৌঁছালে বাকি আরও দুই লাখ দিতে হবে। এভাবে বলার পরে দালালদের সন্তানের জন্য তিনজনের জন্য ৬ লাখ টাকা দেওয়ার পরেও চার মাস হলো তাদের কোনো খোঁজ খবর নেই।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মাদক ও মানব পাচারকারীসহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। তবে মানব পাচারের শিকার উনচিপ্রাং এলাকার ঘটনা তদন্তে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর...