আগামী ১ সেপ্টেম্বর থেকে চীনে নতুন শিক্ষা নীতির আওতায় ছয় বছর বয়সী শিশুদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীকে বছরে ন্যূনতম আট ঘণ্টা এআই সম্পর্কিত ক্লাস করতে হবে। ছোটদের জন্য থাকছে সহজবোধ্য “হ্যান্ড-অন” কার্যক্রম, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা রোবোটিক্স, মেশিন লার্নিং এবং ব্যবহারিক এআই অ্যাপ্লিকেশন শিখবে।
সরকার এ উদ্যোগ বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম সংশোধন এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষার সঙ্গে এআই পাঠ যুক্ত করার কাজ শুরু করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ পদক্ষেপ দেশের প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে বড় পরিবর্তন আনবে। পাশাপাশি শিশুদের ভবিষ্যতে প্রযুক্তি খাতে দক্ষ ও উদ্ভাবনী করে তুলবে।
চীন ২০৩৫ সালের মধ্যে নিজেদেরকে “শক্তিশালী শিক্ষা জাতি” হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। আর এই এআই শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে সেই লক্ষ্য পূরণের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।