শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

চোখ ও ত্বকের যত্নে গোলাপজল

নিজস্ব প্রতিবেদক / ৪৮ বার
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

গোলাপজল শুধু ত্বককে তরতাজা রাখেই না, এটি চোখের নানা সমস্যারও কার্যকর প্রাকৃতিক সমাধান হতে পারে, বলছে সাম্প্রতিক গবেষণা। দীর্ঘদিন ধরে গোলাপজল ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে এলেও, এবার গবেষকেরা জানাচ্ছেন এর আরো বিস্তৃত উপকারিতার কথা।

‘জার্নাল অব ইন্টারকালচারাল এথনোফার্মাকোলজি’-তে ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, গোলাপজলে থাকা ফ্ল্যাভনয়েড ও টার্পিন উপাদান চোখের প্রদাহ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে চোখের জ্বালা, ক্লান্তি, শুষ্কভাব বা ‘ড্রাই আই’ এর মতো সমস্যায় গোলাপজল অত্যন্ত উপকারী হতে পারে।

দীর্ঘ সময় কম্পিউটার স্ক্রিনে চোখ রাখলে চোখে ক্লান্তি, অস্বস্তি ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দেয়, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ‘অ্যাস্থেনোপিয়া’। আবার অনিদ্রা, মোবাইলের অতিরিক্ত ব্যবহার কিংবা ধুলাবালিতে চোখের সংস্পর্শেও এই ধরনের সমস্যা হতে পারে। এসব ক্ষেত্রে চোখে সরাসরি গোলাপজল ব্যবহার করলে আরাম পাওয়া যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।

গোলাপজলের অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ চোখের সংক্রমণ, বিশেষ করে কনজাঙ্কটিভাইটিস বা চোখের ফোলা ও জ্বালার মতো অবস্থায় কার্যকর হতে পারে। গবেষণা অনুযায়ী, নিয়মিত ব্যবহারে চোখের স্বাস্থ্য ভালো থাকে এবং ছানি পড়ার ঝুঁকিও কমে যেতে পারে। ‘ফার্মাকোলজি’ জার্নালে প্রকাশিত আরেক গবেষণায় বলা হয়েছে, গোলাপজলের অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান চোখের রেটিনাকে সুরক্ষা দেয় এবং প্রদাহ কমিয়ে আরাম এনে দেয়।

 

এছাড়াও ত্বকে মাখলে গোলাপজল দাগছোপ কমাতে সাহায্য করে এবং ত্বককে করে তোলে মসৃণ ও নরম। সামান্য গোলাপজল হাতে নিয়ে মুখে লাগালে ত্বকের জ্বালাভাব নিমেষেই কমে যায়, যা ত্বককে রাখে সতেজ ও আরামদায়ক। তাই প্রাকৃতিক উপাদানে চোখ ও ত্বকের যত্ন নিতে গোলাপজল হতে পারে একটি সহজ ও নিরাপদ বিকল্প—বলছেন গবেষকেরা।


এ জাতীয় আরো খবর...