মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২১ বার
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অজয় কর খোকনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। জানায়, রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, ছাত্রলীগের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।


এ জাতীয় আরো খবর...