জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগে রাজধানী পরিবহনের আটক ২৮টি বাস মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পরিবহণ মালিকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের কাছে মুচলেকা দেয়ার পর বাসগুলো ছেড়ে দেয়া হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বাসগুলোকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী টিউশনি শেষে সাভার থানা স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠছিল। এ সময় বাসের হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ওই ছাত্রী পায়ে আঘাত পান। পরে এই ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করা হয়।