শিরোনামঃ
ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

জুলাইয়ের শিশু শহীদদের স্মরণে অর্থ বরাদ্দ পাচ্ছে প্রাইমারি স্কুলগুলো

নিজস্ব প্রতিবেদক / ৩৭ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

শিশু শহীদদের স্মরণে জুলাই অনুষ্ঠান পালনের জন্য দেশের প্রতিটি প্রাইমারি স্কুল ২৫০০ টাকা করে বরাদ্দ পাচ্ছে। আগামী ২৪ জুলাই দেশের সকল প্রাইমারি স্কুলে একযোগে এ অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রাইমারি অধিদপ্তর থেকে এ বিষয়ে অর্থ বরাদ্দের চিঠি প্রতিটি জেলায় জেলা প্রাইমারি শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান সংবাদ সংস্থা বাসসকে বলেন, সারাদেশে সরকারিভাবে ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর প্রত্যেকটিতে ২ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অধিদপ্তরের নির্দেশনার আলোকে তারা এ টাকা খরচ করবে এবং উৎসবে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করবে।

গত বছর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আন্দোলনে শতাধিক শিশু শহীদ হয়।

শিশু শহীদদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে গতকাল ১৬ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব, অর্থ বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে  সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দের কথা জানানো হয়।

উপ-পরিচালকের স্বাক্ষরিত চিঠিতে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে মাঠ পর্যায়ের দপ্তরসমূহে বরাদ্দ ও মঞ্জুরী প্রদানের বিস্তারিত তুলে ধরা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান বাসস’কে আরও জানান, জুলাই অবদানকে হৃদয়ে ধারণ করার জন্য তার অধিদপ্তর থেকে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে আগামী ২৪ জুলাই একযোগে শিশুদের গান, কবিতা, নাচ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজনের  মাধ্যমে জুলাই বিপ্লবের অনুষ্ঠান পালন করা।

তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের গল্প শুনতে পারবে এবং ভবিষ্যতে এটা তাদের কাজে লাগবে।

তিনি আরও বলেন, অনুষ্ঠানগুলোতে দেশের ৬৫ হাজার স্কুলে প্রায় এক কোটি শিশু উপস্থিত থাকবে।


এ জাতীয় আরো খবর...