সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট দলের চিন্তাধারা প্রকাশের গুঞ্জন রয়েছে: জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক / ২৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

‘জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তাধারা প্রকাশ পেয়েছে’ গুঞ্জন রয়েছে— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থিদের অবদান মূল্যায়ন করা হয়নি। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। এই সরকারের সময়েই জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে, সে আলোকে জাতীয় নির্বাচন দিতে হবে।’

জুলাই ঘোষণাপত্রকে ‘অসম্পূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, ‘এতে যা কিছু বাদ পড়েছে, তা অন্তর্ভুক্ত করতে হবে— তবেই জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে।’

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও বলেন, দেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে কেউ চাঁদাবাজ হয়ে না ওঠে।


এ জাতীয় আরো খবর...