জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে ও তাদের স্মরণীয় করে রাখতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মহিলা শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুরশিদ। রোববার (৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় জুলাই অভ্যুত্থানে নিহত শিশু রিয়া গোপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি।
উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, সরকার পুরো জুলাই মাস জুড়ে গণঅভ্যুত্থানে শহিদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেয়ার কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে শহিদদের পরিবারকে আশ্বস্ত করা হচ্ছে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। জুলাই আন্দোলনকারীদের আত্মত্যাগে তাদের পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে রাষ্ট্র সার্বিকভাবে তাদের সহযোগিতা করবে এবং জাতিও তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবে।
দেশ ও জাতি যাতে শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে পারে সেই লক্ষ্যে সরকার ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশের নারী ও শিশুরা যাতে নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারেন সেই লক্ষ্যে সমাজকে পুনর্গঠন করার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা শারমিন মুরশিদ।
পরে উপদেষ্টা শারমিন মুরশিদ সিদ্ধিরগঞ্জে নিহত নারী সুমাইয়ার বাসায় গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।