২০২৪ এর গণআন্দোলনে ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে শহীদ মাহমুদুল হাসান রিজভীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তিনি ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উত্তরা থানা কমিটির সদস্য। শুক্রবার (১৮ জুলাই) পুরানা পল্টনের সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ রিজভী স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজন করা হয়।
অস্থায়ী বেদিতে সিপিবির কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মো. শাহ আলম সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।