রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

ট্রাম্পের মন জয় করতে জেলেনস্কির কৌশল

নিজস্ব প্রতিবেদক / ৪৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বেশ তিক্ততা নিয়ে ফিরেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সোমবার (১৮ আগস্ট) মার্কিন নেতাদের মন জয় করতে তিনি শুরু থেকেই ভিন্ন কৌশল নিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির বৈঠকে হোয়াইট হাউসে গিয়ে মার্কিন সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ না করায় দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের তিরস্কারের শিকার হয়েছিলেন জেলেনস্কি। তবে এবারের বৈঠকে দেখা গেল ভিন্ন চিত্র।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের ব্যাপ্তি ছিল প্রায় আধাঘণ্টা। সেখানে উপস্থিত ছিলেন বিবিসির সাংবাদিক টম বেটম্যান। বিবিসির ওয়েবসাইটে লাইভ ব্লগে তিনি লিখেছেন, বৈঠক শুরুর কয়েক মিনিটে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে ছয়বার ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের নেতা। অন্যদিকে সিএনএন বলছে, সংক্ষিপ্ত দেয়া বক্তব্যের প্রথম ১০ সেকেন্ডেই অন্তত চারবার ‘ধন্যবাদ’ শব্দটি উচ্চারণ করেন জেলেনস্কি।
 
জেলেনস্কি বলেন, ‘আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। হত্যাকাণ্ড থামাতে ও এই যুদ্ধ বন্ধে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ সুযোগকে কাজে লাগানোর জন্য ধন্যবাদ। আর আপনার স্ত্রীকেও অনেক ধন্যবাদ।’
 
এবারের বৈঠকে জেলেনস্কি  সামরিক পোশাকের বদলে গাঢ় রঙের স্যুট পরেছিলেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্পকে খুশি করতেই তিনি এমনটা করেছেন। কারণ, আগের বৈঠকে তিনি সামরিক পোশাক পরায় ট্রাম্প নাখোশ হয়েছিলেন। গতকালের বৈঠকে তার পোশাক নিয়ে দুই নেতা হালকা রসিকতাও করেন।  ট্রাম্প হালকা ঠাট্টা করে বলেন, ‘আজকে বেশ সাজগোজ করে এসেছেন।’
 
ট্রাম্পকে আকৃষ্ট করতে জেলেনস্কি তার নিজের স্ত্রী ওলেনা জেলেনস্কার লেখা একটি চিঠি ট্রাম্পকে দেন। যা তিনি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাতে পৌঁছে দিতে বলেন। ওই চিঠি ট্রাম্পের কাছে দিয়ে জেলেনস্কি বলেন, ‘এটা আপনার জন্য নয়, আপনার স্ত্রীর জন্য।’


এ জাতীয় আরো খবর...