মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৩৯ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেলওয়ে এক কর্মচারীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে ডেকে ট্রেনে তুলে টয়লেটে নিয়ে ধর্ষণ করা হয়েছে ওই নারীকে। বুধবার (২৫ জুন) বিকেলে ঢাকা রেলওয়ে জেলা পুলিশের পাঠানো ‘রংপুর এক্সপ্রেস ট্রেনে ধর্ষণ সংক্রান্ত প্রতিবেদনে’ এই তথ্য জানানো হয়েছে হয়েছে।

পুলিশের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সোয়া ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৪নং প্লাটফর্মে দাঁড়ানো রংপুর এক্সপ্রেস ট্রেনের ‘খ’ বগির ১২১৪ নম্বর এসি কেবিন কোচের উত্তর দিকের টয়লেটে এই ঘটনা ঘটেছে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পুলিশ আরও জানিয়েছে, রংপুর এক্সপ্রেস ট্রেনের ডিউটিরত এনাউন্সার  (পিএ অপারেটর) মো. সাইফুল ইসলাম (৩০) ওই নারীকে প্লাটফর্মের উত্তর মাথায় একা পেয়ে ট্রেনে করে গন্তব্যে পৌঁছে দেয়ার আশ্বাসে ডেকে নিয়ে ট্রেনের টয়লেটের ভেতরে ধর্ষণ করেন। ট্রেনটি চলন্ত অবস্থায় ওই নারী বিষয়টি ওই ট্রেনের দায়িত্বরত রেলওয়ে পুলিশকে অবহিত করলে কর্তব্যরত  পুলিশ তাৎক্ষণিকভাবে উক্ত আসামিকে গ্রেপ্তার করেন।  আসামি ও ভুক্তভোগী নারীকে ঢাকা রেলওয়ে থানায় পাঠানো ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ঢাকা রেলেওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, আসামি ও ভুক্তভোগী নারীকে ঢাকায় আনা হচ্ছে। তারা আসলে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ জাতীয় আরো খবর...