রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

ডাকসুতে ভিপি পদে লড়বেন ৪৪, জিএস পদে ১৯ ও এজিএস পদে ২৮ জন

নিজস্ব প্রতিবেদক / ২৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫–এর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ৫০৯টি মনোনয়ন ফরম জমা পড়লেও যাচাই–বাছাই শেষে ৪৬২ জনকে প্রাথমিকভাবে বৈধ প্রার্থী ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬২ জন ছাত্রী প্রার্থী। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। আর বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।


এ জাতীয় আরো খবর...