শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

ডিজে ও রেভ পার্টির পর শেষমেশ নিজস্ব সংস্কৃতিতেই ফিরল সৌদি

নিজস্ব প্রতিবেদক / ২৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব সাম্প্রতিক সময়ে পশ্চিমা ধাঁচের মিউজিক ফেস্টিভ্যাল ও রেভ পার্টি আয়োজনের পর এবার নিজেদের ঐতিহ্যের দিকেই বেশি জোর দিচ্ছে। পর্যটকদের আকর্ষণ এবং জাতীয় পরিচয় নতুনভাবে গড়ে তোলার অংশ হিসেবে রাজধানী রিয়াদে আয়োজন করা হয়েছে ঐতিহ্যনির্ভর সাংস্কৃতিক অনুষ্ঠান।

রিয়াদের বিলাসবহুল মঞ্চনাটক ‘তেরহাল’-এ সাদা ঘোড়ায় আরোহী এক অভিনেতা সৌদি ঐতিহ্য ও পর্যটনস্থলগুলো উপস্থাপন করেন। আধুনিক লাইট শো এবং হাইটেক সরঞ্জামের সঙ্গে এতে মিশে গেছে ঐতিহ্যবাহী সৌদি গান, স্লোগান ও জাতীয় পোশাক। নাটকের মূল চরিত্র সাদ নিজের দেশ ভ্রমণের গল্প শোনান, যেখানে শতাধিক পারফর্মারের মধ্যে অর্ধেকেরও বেশি সৌদি শিল্পী, নৃত্যশিল্পী ও অ্যাক্রোব্যাট। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-আলশেখ জানিয়েছেন, চলতি বছরের রিয়াদ সিজন বিনোদন কর্মসূচিতে এবার উপসাগরীয় শিল্পীদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক কিছু বিশৃঙ্খল সঙ্গীত উৎসবের পর এবার দেশটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে আরও পরিশীলিত বিনোদনের দিকে এগোচ্ছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি বর্তমানে জাতীয় পরিচয়কে নতুনভাবে উপস্থাপনের প্রয়াস নিচ্ছে—যেখানে ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিল্প ও সংস্কৃতির সমন্বয় ঘটানো হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুররহমান আলমোতাওয়ার ভাষায়, “তেরহাল সৌদির প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের গভীরতা বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে।”

২০১৮ সাল পর্যন্ত সৌদি আরবে কনসার্ট, নৃত্য নিষিদ্ধ ছিল এবং নারীদের জন্য মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক ছিল। তবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সংস্কার শুরু হওয়ার পর ফর্মুলা ওয়ান রেস, আন্তর্জাতিক শিল্পীদের কনসার্ট এবং নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব পরিবর্তনের লক্ষ্য কেবল অর্থনৈতিক বহুমুখীকরণ নয়, বরং ভিশন ২০৩০-এর অংশ হিসেবে সৌদি সমাজে নতুন সাংস্কৃতিক ধারা প্রতিষ্ঠা করা।


এ জাতীয় আরো খবর...