রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

তলিয়ে গেছে ফেনী শহরের বিভিন্ন এলাকা

নিজস্ব প্রতিবেদক / ৩৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
তলিয়ে গেছে ফেনী শহর

ফেনীতে গত ২৪ ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে শহরের প্রায় প্রতিটি সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ। শহরের কলেজ রোড, এসএসকে রোড, নাজির রোড, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি ও পেট্রোবাংলো এলাকায় হাঁটু থেকে কোমরপানি জমে আছে। অন্যদিকে ভারী বৃষ্টিতে ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরীর নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। নিলক্ষ্মী-গাবতলা সড়কে বন্ধ রয়েছে যানচলাচল।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ফেনীতে ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস, যা চলতি বছরের সর্বোচ্চ। তথ্যটি নিশ্চিত করেছেন ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।

এদিকে জলাবদ্ধতার কারণে শহরের অধিকাংশ শিক্ষার্থী মঙ্গলবার সকাল থেকেই স্কুলে যেতে পারেনি।অন্যদিকে অধিকাংশ স্কুলে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। কলেজগামী অনেক শিক্ষার্থীদের দেখা যায় কোমরপানি পার হয়ে কলেজে যেতে। এছাড়াও পানির কারনে অধিকাংশ সড়কে বন্ধ রয়েছে যানচলাচল। এতে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী, অফিসগামী চাকুরীজীবি ও সাধারণ মানুষ।

বাড়ছে সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানিও। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় এখনও তা বিপৎসীমার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।


এ জাতীয় আরো খবর...