বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস। কংগ্রেসের ডেপুটি লি হংঝং দেশটিতে সফররত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের শুরুতে এই আমন্ত্রণ জানান।
আজ সোমবার চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত হয় বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক।
বৈঠকে সিপিসি পলিটব্যুরোর সদস্য ও চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি লি হংঝং বিএনপি প্রতিনিধিদলকে স্বাগত জানান।
বৈঠকের শুরুতেই লি হংঝং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও নতুন মাত্রা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে গতকাল রাতে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপি নয় সদস্যের প্রতিনিধিদল চীন যায়। রাত ১০টার পর চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।