আন্দোলনের তোপের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলিকে মন্ত্রীপরিষদের এক বৈঠকের সময় হস্তান্তর করেছেন।
রাজধানী কাঠমান্ডুর বালুয়াটায় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিপরিষদের এক বৈঠকে তিনি পদত্যাগপত্র দেন। সোমবার (৮ সেপ্টেম্বর) ওই বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান, বিক্ষোভে ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও ৪শ’ মানুষ আহত হওয়ার ঘটনায় নৈতিক কারণে রমেশ পদত্যাগের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘জেন জি’ তরুণদের বিক্ষোভে এ পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সেই সাথে কয়েকশ’ আহত হয়েছেন।