মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

দরপতন ঠেকাতে ৩১ কোটি ডলার কিনবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক / ২২৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ডলারের দরপতন ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১২১ টাকা ৫০ পয়সা দরে আরও ৩১ কোটি ৩ লাখ ডলার কেনার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কিনবে নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে গত রোববার ১৭০ কোটি ডলার বাজার থেকে তুলে নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারা বলছে, রপ্তানিকারক ও প্রবাসীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত।


এ জাতীয় আরো খবর...