মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

দায়িত্ব বাড়ল জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

জীবন বিমার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এ পদ দেওয়া হয়েছে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিমা করপোরেশন আইন অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। তিনি চেয়ারম্যান পদে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর ওই পদে থাকবেন।


এ জাতীয় আরো খবর...