এবারের দুর্গাপূজায় কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, আগের তুলনায় এবার আরও সুসংগঠিতভাবে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের মিশন পাড়া এলাকায় পূজা মন্দির পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার সার্বিক নিরাপত্তার জন্য আনসার, পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবেন। আর প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন, এ কথাও বলেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।