দৃষ্টি প্রতিবন্ধীদের চলাফেরা সহজ করতে নতুন প্রযুক্তি এনেছে মেটা। রে-ব্যানের সঙ্গে যৌথভাবে তৈরি এই এআই-চশমা আশপাশের পরিবেশ শনাক্ত করে কণ্ঠে জানিয়ে দেয় ব্যবহারকারীকে।
চশমাটি বস্তু, রাস্তার সাইনবোর্ড কিংবা খাবারের মেন্যু পড়তে সক্ষম। ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে প্রশ্ন করলে তাৎক্ষণিকভাবে উত্তরও পাওয়া যায়। ফলে একা চলাফেরা, কেনাকাটা কিংবা দৈনন্দিন কাজ সহজ হয়ে উঠছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই চশমায় যুক্ত হতে পারে রিয়েল-টাইম নেভিগেশন, মুখ চিনে জানিয়ে দেওয়া এবং ভাষা অনুবাদের মতো উন্নত সুবিধা। প্রযুক্তিটির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা আরও স্বাধীন ও আত্মবিশ্বাসী জীবনযাপন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।