শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

দেড় মাসের জন্য ছিটকে গেলেন অ্যালিসন

স্পোর্টস ডেস্ক / ১৩৮ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ফিকশ্চারে লিভারপুলের সামনে রয়েছে বেশকিছু হাইভোল্টেজ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়্ন্স লিগের এসব ম্যাচের আগে বড় দুঃসংবাদই পেতে হলো লিভারপুলকে। ইনজুরিতে পড়ে দেড় মাসের জন্য টিটকে গেছেন ক্লাবের ফার্স্ট চয়েজ গোলরক্ষক অ্যালিসন বেকার।

হ্যামস্ট্রিং চোটের কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অ্যালিসনকে। সে হিসেবে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ব্রাজিলিয়ান এই গোলরক্ষককে মিস করবে লিভারপুল।

গত শনিবার প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েন অ্যালিসন। ম্যাচের ৭৯ মিনিটের ওই চোটে মাঠই ছাড়তে হয়েছিল এই তারকা গোলরক্ষককে।

ইংলিশ সংবাদমাধ্যমে ডেইলে মেইলের খবরে বলা হয়েছে, চোট কতটা গুরুতর, সেটি জানতে অ্যালিসনের শরীরে স্ক্যান করা হয়। পরে হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে। যে কারণে তাকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

অ্যালিসনকে ছাড়াই প্রিমিয়ার লিগের ৪টি, চ্যাম্পিয়ন্স লিগের ২টি ও কারাবাও কাপের একটি ম্যাচ খেলতে হবে লিভারপুলকে।

প্রিমিয়ার লিগে লিভারপুরের ম্যাচগুলো হলো চেলসি, আর্সেনাল, ব্রাইটন ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের দুটি ম্যাচ আরবি লাইপজিগ ও বায়ার লেভারকুসেনের বিপক্ষে খেলবে অল রেডরা। আর কারাবাও কাপে আর্নে স্লটের দলের প্রতিপক্ষ ব্রাইটন।


এ জাতীয় আরো খবর...