সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০

নিজস্ব প্রতিবেদক / ৩৮ বার
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব জেলা ও উপজেলা নির্বাচন অফিসগুলোতে নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। আজ রবিবার (১০ আগস্ট) থেকে এ তালিকা প্রকাশ শুরু হয়।

খসড়া তালিকায় নতুন ভোটার হিসেবে ৪৫ লাখের বেশি নাম যুক্ত হয়েছে। একই সঙ্গে প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ভোটাররা ২১ আগস্টের মধ্যে নিজের তথ্যের কোনো ভুল-ত্রুটি বা আপত্তি থাকলে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, খসড়া তালিকা যাচাই-বাছাই শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। অভিযোগ ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে

উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও খসড়া তালিকা টানিয়ে দেয়া হয়েছে। যারা সংশোধনের প্রয়োজন মনে করবেন, তারা নির্দিষ্ট ফরম পূরণ করে সংশোধনের আবেদন জমা দিতে পারবেন। একই সময় ঠিকানা পরিবর্তনের আবেদনও করা যাবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরকে নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আলাদা একটি সম্পূরক ভোটার তালিকা তৈরি করা হবে।

২০২৫ সালের ২ মার্চ পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার ৯৯৪ জন।

গত ২০ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত চলা নিবন্ধন কার্যক্রমে মোট ৬৫ লাখ ৫৬ হাজার ৫৯৫ জনের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬১ লাখ ৮৮ হাজার ৪৩ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। উল্লেখযোগ্য যে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী অথচ ভোটার হননি এমন ৪৫ লাখ ৩৪ হাজার ৮৩৯ জন নিবন্ধন করেছেন।

মৃত ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ ৭৬ হাজার ৮১৪টি তথ্য সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২০ লাখ ৫৪ হাজার ৬৬৫টি সার্ভারে সংশোধিত হয়েছে।

নির্বাচন কমিশন আগামী নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে এই হালনাগাদ ভোটার তালিকা ব্যবহার করবে।


এ জাতীয় আরো খবর...