ভারতের টেলিভিশন অভিনেতা আশীষ কাপুরকে ধর্ষণের অভিযোগে দিল্লি পুলিশ পুনে থেকে গ্রেপ্তার করেছে। পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় বুধবার (৩ সেপ্টেম্বর)। এনডিটিভি থেকে জানা যায় পুলিশ জানায়, অভিযোগকারী নারী সামাজিক যোগাযোগমাধ্যমে আশীষ কাপুরের সঙ্গে পরিচিত হন। গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে রাজধানী দিল্লিতে এক পার্টিতে তাকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে ওই নারী উল্লেখ করেন, পার্টির সময় ওয়াশরুমে আশীষ তাকে যৌন নির্যাতন করেন। প্রথমে দায়ের করা এফআইআরে কপূর ছাড়াও তার এক বন্ধু, বন্ধুর স্ত্রী এবং আরও দুই অজ্ঞাত ব্যক্তির নাম ছিল। তবে পরে ভুক্তভোগী তার বক্তব্য পরিবর্তন করে জানান, কেবল আশীষই তাকে ধর্ষণ করেছেন। তিনি আরও দাবি করেন, ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়েছিল, যদিও এখনো এমন কোনো প্রমাণ পুলিশ পায়নি।
অভিযোগকারী নারী জানান, ওয়াশরুম থেকে বের হওয়ার পর আশীষ কাপুরের বন্ধুর স্ত্রী তাকে আঘাত করেন। পরে অভিযোগকারী নারি নিজেই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে ঘটনাটি জানায়। এরপর তদন্তে নামে পুলিশ আশীষ কাপুরকে পুনে থেকে আটক করে।