আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বহু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের বেশ কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) মতে, দীর্ঘদিনের তীব্র গরমের পরে দেশের দিকে এগিয়ে আসছে আংশিক মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান ২’। তাদের পূর্বাভাস অনুযায়ী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় আগেভাগেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে। তবে মূল বৃষ্টিবলয় পুরো দেশজুড়ে বিস্তার লাভ করলে তাপদাহ কিছুটা কমে আসবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বুধবার রাতে জানায়, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি মাত্রায় বিরাজ করছে।
“ঈশান ২” চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৬ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।
ঢাকা ১২০-১৮০ মিলিমিটার, গড়ে ৪দিন
খুলনা ১২০-১৫০ মিলিমিটার গড়ে ৪ দিন
বরিশাল ১৩০-২০০ মিলিমিটার গড়ে ৩ দিন
সিলেট ১৬০-২৬০ মিলিমিটার গড়ে ৪ দিন
ময়মনসিংহ ১৪০-২৬০ মিলিমিটার গড়ে ৪ দিন
রাজশাহী ১১০-১৫০ মিলিমিটার গড়ে ৩ দিন
রংপুর ১৮০-২৫০ মিলিমিটার গড়ে ৪ দিন
চট্টগ্রাম ৯০-২৫০ মিলিমিটার গড়ে ৩ দিন।
আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় ঈশান ২ এ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে

বাংলাদেশ
—————-
বরিশাল বিভাগ
___________
বরিশাল – 130 মি.মি
পটুয়াখালী উত্তর – 160 মি.মি
পটুয়াখালী দক্ষিণ – 210 মি.মি
পিরোজপুর উত্তর – 140 মি.মি
পিরোজপুর দক্ষিণ – 160 মি.মি
=====================
চট্টগ্রাম বিভাগ
____________________
বান্দরবান উত্তর – 250 মি.মি
বান্দরবান দক্ষিণ – 200 মি.মি
ব্রাহ্মণবাড়িয়া – 110 মি.মি
চট্টগ্রাম উত্তর – 250 মি.মি
চট্টগ্রাম দক্ষিণ – 230 মি.মি
কুমিল্লা উত্তর – 110 মি.মি
কুমিল্লা দক্ষিণ – 140 মি.মি
কক্সবাজার উত্তর – 200 মি.মি
কক্সবাজার দক্ষিণ – 150 মি.মি
খাগড়াছড়ি উত্তর – 140 মি.মি
খাগড়াছড়ি দক্ষিণ – 180 মি.মি
নোয়াখালী উত্তর – 180 মি.মি
নোয়াখালী দক্ষিণ – 250 মি.মি
রাঙ্গামাটি উত্তর – 140 মি.মি
রাঙ্গামাটি দক্ষিণ – 200 মি.মি
==================
ঢাকা বিভাগ
———————
ঢাকা – 120 মি.মি
কিশোরগঞ্জ – 200 মি.মি
=======================
ময়মনসিংহ বিভাগ
______________________
জামালপুর – 180 মি.মি
ময়মনসিংহ উত্তর – 210 মি.মি
ময়মনসিংহ দক্ষিণ – 190 মি.মি
শেরপুর – 200 মি.মি
===================
খুলনা বিভাগ
__________________
বাগেরহাট উত্তর – 150 মি.মি
বাগেরহাট দক্ষিণ – 200 মি.মি
সাতক্ষীরা উত্তর – 120 মি.মি
সাতক্ষীরা দক্ষিণ – 180 মি.মি
===================
রাজশাহী বিভাগ
__________________
বগুড়া – 180 মি.মি
চাপাই নবাবগঞ্জ – 140 মি.মি
সিরাজগঞ্জ – 150 মি.মি
=======================
রংপুর বিভাগ
______________________
দিনাজপুর – 160 মি.মি
ঠাকুরগাঁও – 160 মি.মি
====================
সিলেট বিভাগ
___________________
হবিগঞ্জ – 150 মি.মি
সিলেট – 210 মি.মি
==================

ভারত
———————-
পশ্চিমবঙ্গ
_________________
উত্তর ২৪ পরগনা – 120 মি.মি
দক্ষিণ ২৪ পরগনা – 150 মি.মি
সেন্ট্রাল সাউথ বেঙ্গল – 100 মি.মি
কোচবিহার – 230 মি.মি
================
উড়িষ্যা
_______________
উত্তর উড়িষ্যা– 65 মি.মি
পূর্ব-মধ্য উড়িষ্যা– 60 মি.মি
===================
ঝাড়খণ্ড
———————–
উত্তর ঝাড়খণ্ড – 85 মি.মি
দক্ষিণ ঝাড়খণ্ড – 70 মি.মি
দুমকা – 100 মি.মি
================
বিহার
_______________
দক্ষিণ বিহার – 100 মি.মি
উত্তর বিহার – 150 মি.মি
=====================

নেপাল
————————-
পার্ব্যত্য নেপাল – 100 মি.মি
দক্ষিণ-পূর্ব নেপাল – 180 মি.মি
=====================

ভুটান
————————-
পশ্চিম ভুটান – 70 মি.মি
পূর্ব ভুটান – 75 মি.মি
======================

আসাম ও উত্তর-পূর্ব ভারত
————————–
পশ্চিম আসাম – 240 মি.মি
পশ্চিম-মধ্য আসাম – 180 মি.মি
দক্ষিণ আসাম – 150 মি.মি
===================
মেঘালয়
———————-
চেরাপুঞ্জি – 300 মি.মি
দক্ষিণ-পশ্চিম মেঘালয় – 200 মি.মি
পশ্চিম-মধ্য মেঘালয় – 150 মি.মি
পূর্ব-মধ্য মেঘালয় – 150 মি.মি
দক্ষিণ-মধ্য মেঘালয় (পূর্ব) – 260 মি.মি
দক্ষিণ-মধ্য মেঘালয় (পশ্চিম) – 250 মি.মি
মধ্য মেঘালয় – 150 মি.মি
===============
অরুণাচল
———————
দক্ষিণ-পশ্চিম অরুণাচল – 120 মি.মি
============
ত্রিপুরা
—————-
মধ্য ত্রিপুরা – 100 মি.মি
ত্রিপুরা-মিজো সীমান্ত – 140 মি.মি
============
অন্যান্য
——————–
মধ্য মণিপুর – 120 মি.মি
মধ্য নাগাল্যান্ড – 110 মি.মি
উত্তর মিজোরাম – 140 মি.মি
দক্ষিণ মিজোরাম – 180 মি.মি
==================

মিয়ানমার
———————-
উত্তর চিন – 120 মি.মি
দক্ষিণ-পশ্চিম সাগাইং – 120 মি.মি
পশ্চিম-মধ্য রাখাইন – 85 মি.মি
এ জাতীয় আরো খবর...