নওগাঁর কালুপাড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যাদের অধিকাংশই নারী ও শিশু। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, রাতে কালুপাড়া সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- বাদশা মিয়া (২০), ইমরান গজী (৩৪), নাজমুল হাসান (২৪), মুসা মোল্লা (৪), রায়হান মোল্লা (৪), নূপুর খানম (২২), আশিকা (৪), মুনিয়া খাতুন (১৮), রাবেয়া শেখ (২৮), বাবু শিকদার (১৭), প্রিয়া শিকদার (২৬), ফাতেমা শেখ (৭), ববিতা শিকদার (৩৫) ও বিলি বেগম (৪০)। আটককৃদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায় বলে জানাযায়।
ধামইরহাট থানার ওসি জানান, গত রাত ২টার পরে কালুপাড়া সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে নারী-শিশুসহ ১৪ জনকে ঘুরাঘুরি করতে দেখে বিজিবি। এ সময় তাদের আটক করে করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদ জানায়, তারা দীঘদিন ভরতের বালুরঘাটসহ বিভিন্নস্থানে কাজ করতেন। হঠাৎই বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
তিনি আরও জানান, সকালে বিজিবির পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। থানায় হস্তান্তরের পর যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।