শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা

নিজস্ব প্রতিবেদক / ৪৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চলতি মৌসুমে জেলার তিনটি উপজেলায় ৯,৬৬৫ হেক্টর জমি থেকে ২৫,১৪৬ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, নড়াইল সদর উপজেলায় ৬,৯২৫ হেক্টর, লোহাগড়া উপজেলায় ১২,১৬৫ হেক্টর এবং কালিয়া উপজেলায় ৪,৪০৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। অনুকূল জলবায়ু এবং সাম্প্রতিক ঘন ঘন বৃষ্টিপাতের কারণে জেলায় আউশ ধানের গাছগুলো খুব দ্রুত বড় হচ্ছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. জসিম উদ্দিন বলেন, বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আউশ বীজ, সার এবং অন্যান্য সহায়তা পাওয়ায় সাম্প্রতিক বছরগুলিতে কৃষকরা আউশ ধান চাষে আগ্রহী হয়েছে। চলতি মৌসুমেও কৃষকরা আউশ ধান চাষ করে ভালো দাম পাওয়ার আশা করছেন।

তিনি বলেন, ডিএই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা এবং ডিলাররা কৃষকদের স্থানীয়ভাবে উৎপাদিত উন্নতমানের আউশ ধানের বীজ যেমন, বিরি-৪৮ এবং রাতোয়েল সরবরাহ করেছে। পাশাপাশি আউশ চাষ সম্প্রসারণের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিও সরবরাহ করেছে।


এ জাতীয় আরো খবর...