শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

নতুন তালিকায় ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
Passport Travel Abroad

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তা সূচকে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি প্রকাশিত সূচকে বাংলাদেশের পাসপোর্ট অবস্থান এখন ৯৪তম, যেখানে আগের অবস্থান ছিল ৯৭তম।

এই সূচকে জানানো হয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৯টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এর মধ্যে কিছু দেশে সম্পূর্ণ ভিসামুক্ত, কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু ক্ষেত্রে ই-ভিসার মাধ্যমে ভ্রমণ করা যায়।

নতুন তালিকায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশ হলো সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৯০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। এরপরের অবস্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন- এই দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন।

বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ যেসব দেশে

আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চল: বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কেপ ভার্দে আইল্যান্ড, কমোরো দ্বীপপুঞ্জ, গিনি-বিসাউ, হাইতি, কেনিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সিচেলিস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া।

এশিয়া ও আশপাশের অঞ্চল: ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।

প্যাসিফিক ও ওশেনিয়া অঞ্চল: ফিজি, কুক আইল্যান্ড, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, নুউয়ে, সামোয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু, ভানুয়াত।

দক্ষিণ আমেরিকা ও আশপাশে: বলিভিয়া, গ্রানাডা।

ভ্রমণের আগে কী জেনে রাখা জরুরি?

এই দেশগুলোর অনেক ক্ষেত্রে বিমানবন্দরে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা নিতে হয়। আবার কিছু দেশে ই-ভিসা অনলাইন আবেদন করে আগেই নিতে হয়। তাই যাত্রার আগে প্রত্যেক দেশের বর্তমান ভিসা নীতিমালা যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।


এ জাতীয় আরো খবর...