নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলায় অন্তত ৩৫ জঙ্গি নিহত হয়েছে। গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, জঙ্গিরা স্থল সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিল।
নাইজেরিয়া বিমানবাহিনীর মুখপাত্র এহিমেন এজোদামে বলেন, শনিবার বর্নো রাজ্যের কুমশে এলাকায় চারটি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। অভিযান শেষ হওয়ার পর স্থল সেনাদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপন করা হয়েছে। তারা নিশ্চিত করেছে যে তাদের অবস্থান ঘিরে পরিস্থিতি স্থিতিশীল হয়েছে।
নাইজেরীয় সামরিক বাহিনী বলছে, তাদের উত্তর-পূর্বাঞ্চলে নিয়মিতভাবে বোকো হারাম এবং তার প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী আইএসআইএলের (আইএসআইএস) ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স ( আইএসডব্লিউএপি) প্রায়ও হামলা চালায়।
সাম্প্রতিক সময়ে বোকো হারাম ও আইএসডব্লিউএপি উভয়ই উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সামরিক বাহিনীর ওপর হামলা জোরদার করেছে। তারা সেনা ঘাঁটি দখল করেছে, সেনা হত্যা করেছে এবং অস্ত্র লুট করেছে। যদিও নাইজেরিয়ার ১৬ বছরের সশস্ত্র সংঘাত ২০১৫ সালের পর থেকে কিছুটা কমেছিল, এ বছরের শুরু থেকেই হামলার সংখ্যা আবার বেড়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কংগ্রেসের অনুমোদনের শর্তে নাইজেরিয়াকে ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে বোমা, রকেট এবং গোলাবারুদ রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এসব অস্ত্র নাইজেরিয়াকে বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায়, বিশেষ করে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে, সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।