সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক / ৩৩ বার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
Dhaka is holding trade talks with Washington
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম | ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময় নির্বাচন হবে।’ আজ (শনিবার, ১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।’

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে শফিকুল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে। সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে।’

দ্য নেক্সট ওয়েভ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, অ্যাসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ অন্যান্য।


এ জাতীয় আরো খবর...