রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

নির্যাতিতদের প্রতি ফখরুলের গভীর সমবেদনা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ৩১ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

বাংলাদেশসহ সারা বিশ্বের নিপীড়িত-নির্যাতিতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত বছর জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বীভৎস দমন নীতির কারণে অসংখ্য প্রাণ ঝরে গেছে। এছাড়া হাজার হাজার ছাত্র-জনতা পঙ্গুত্ববরণ করেছে। কর্তৃত্ববাদী সরকারের উৎপীড়নের বিকট রূপ দেখে সারা বিশ্ব হতভম্ব হয়েছে।’

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বুধবার (২৫ জুন) এক বাণীতে এ সমবেদনা প্রকাশ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসটি পালিত হয় ২৬ জুন। এ দিবসটি নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে এবং নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য পালিত হয়। আমি এই আন্তর্জাতিক দিবসে বাংলাদেশসহ সারা বিশ্বের নিপীড়িত-নির্যাতিত মজলুম ব্যক্তি, জাতি, গোষ্ঠী, বর্ণ ও ভাষাগত সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা।’

নিষ্ঠুর ও কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের উৎপীড়নের বিকট রূপ সারা বিশ্ব দেখেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘১৬ বছর ধরে তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে গুম, কথিত বন্দুকযুদ্ধে হত্যা, শারীরিক নির্যাতনে মৃত্যুর শিকার হয়েছেন অসংখ্য মানুষ। ফ্যাসিস্ট সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না, সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় দুঃশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেয়া হয়েছিল।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘গণমাধ্যমকে হুমকি, ভয় ও নির্যাতন চালিয়ে মত প্রকাশের স্বাধীনতাকে নির্মমভাবে মাটিচাপা দেয়া হয়েছিল। আর বিএনপিসহ গণতন্ত্রকামী নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে বেপরোয়া জুলুম-নির্যাতন। সারা দেশের মানুষ যেন ভয়াবহ নৈরাজ্যের অন্ধকারে বাস করেছে।’

 


এ জাতীয় আরো খবর...