শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলে আটক

অনলাইন ডেস্ক / ৬৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলায় ৮ যৌথ অভিযানে আটক করেছে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী। মা ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলার তেতুঁলিয়া নদী থেকে ৬ জন ও চরফ্যাশনে ২ জেলেকে আটক করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে বোরহানউদ্দিনে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামান।

এর আগে এদিন ভোরে তাদেরকে আটক করা হয়েছে। অন্যদিকে এদিন বিকেলে চরফ্যাশনে আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা গণমাধ্যমকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদী থেকে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ২৬ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তাদের কাছ থেকে প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার বিকেলে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে ২ অসাধু জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে ৩ অক্টোবর দিনগত রাত ১২টা ১ মিনিটে শুরু হওয়া ২২ দিনের এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। যার আওতায় রয়েছে ভোলার মেঘনা নদীর ৯০ কিলোমিটার, তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমাসহ দেশের সকল ইলিশের অভয়াশ্রম।


এ জাতীয় আরো খবর...