শিরোনামঃ
‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার ক্রিকেটাররা পক্ষপাতিত্ব করে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন: উপদেষ্টা আসিফ ৭ অক্টোবরের হামলার স্মরণে নেতানিয়াহুর আবেগঘন বার্তা পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে শীর্ষ অগ্রাধিকারে রয়েছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশ আর স্বৈরশাসনের পথে ফিরবে না: ইউনূস দুর্নীতির উদ্দেশে নেওয়া প্রকল্প অর্থনীতির ওপর চাপ বাড়ায় দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন ট্রাম্প ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করতে চান, বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য শুরুর সাথে সাথে খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া। এরপর এ বছরের জুলাইয়ে ইসরায়েলের ডানপন্থী দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। এবার নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল তারা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেভা গ্রাসিক বলেছেন, এর মাধ্যমে স্লোভেনিয়া আন্তর্জাতিক আইনের প্রতি নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

উল্লেখ্য, সেপ্টেম্বরে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও ইসরায়েলি অধিকৃত অঞ্চলে উৎপাদিত পণ্য আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে তারা।

গ্রাসিক বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ চালানোর কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণ জানে যে, যুদ্ধপরাধ ও মানবতাবিরোধী অপরাধের কারণে তার বিরুদ্ধে মামলা চলছে। এর মাধ্যমে সরকার ইসরায়েলকে এই বার্তা দিচ্ছে যে, স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্মতি প্রকাশ করে। এর আগে অন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বারবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে স্লোভেনিয়া। জুলাই মাসে ইসরায়েল থেকে অস্ত্র আমদানি ও সেখানে অস্ত্র রফতানি ও পরিবহনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে স্লোভেনিয়া সরকার। 


এ জাতীয় আরো খবর...