শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

নেত্রকোনায় স্পিডবোট-নৌকা সংঘর্ষ, ৪ শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোনার খালিয়াজুরীর পাঁচহাট এলাকায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ধনু নদীতে স্পিডবোট-নৌকার সংঘর্ষে স্পিডবোট উল্টে ৪ শিশু নিখোঁজ হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় চরপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির উত্তর পাশে একটি যাত্রীবাহী স্পিডবোট মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এ সময় ওই স্পিডবোটে নারী শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী ছিল। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই চার শিশু নিখোঁজ হয়।

নিখোঁজ যাত্রীরা হলেন-জেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৫), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।

এ সময় স্পিডবোট থেকে পড়ে গিয়ে রোজিনা আক্তার (৩০) , মো. ছাত্তার মিয়া ও জহিরুল ইসলাম আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। তারপর এ বোটে বরযাত্রী রওনা হবার আগ মূহূর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন আত্মীয় স্বজন মিলে ঘুরতে বের হলে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে খালিয়াজুরির থানার এসআই মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পিডবোট উল্টে ৪ শিশু নিখোঁজের বিষয়টি উল্লেখ করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।


এ জাতীয় আরো খবর...