শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

নেপালের নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী, সহিংসতায় নিহত ১৯ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক / ৩৩ বার
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরও দেশের সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার রাত ১০টা থেকে সেনারা রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন কৌশলগত স্থানে নিজেদের অবস্থান সুসংহত করে। এর আগে দিনভর চলা তীব্র উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, এবং শীর্ষ রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এই সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রী অলি প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এতে তিনি ‘অসাধারণ পরিস্থিতির’ কারণে ক্ষমতা ছাড়ার কথা উল্লেখ করেন।

মূলত ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল। যদিও পরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবুও আন্দোলন সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং ব্যর্থতার অভিযোগে দ্রুত ছড়িয়ে পড়ে। বিক্ষোভরত শিক্ষার্থীরা স্লোগান দেয়, “ছাত্রদের হত্যা করো না” এবং “দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও”।

এই সহিংসতায় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রী বিক্ষোভকারীদের হামলায় আহত হন। পরে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। আরেক সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে অগ্নিসংযোগের ফলে তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর দগ্ধ হয়ে মারা যান।

সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। সেনাবাহিনীর পক্ষ থেকেও এক বিবৃতিতে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের জন্য অনুরোধ করা হয়েছে।

বর্তমানে নেপালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার পরও এই সহিংস পরিস্থিতি যেন আরও খারাপ না হয়।


এ জাতীয় আরো খবর...