জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় নেপালের সেনাবাহিনী দেশব্যাপী কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বুধবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।
সংবাদমাধ্যমটি বলছে, জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়ায় নেপালের সেনাবাহিনী দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
বুধবার সেনাবাহিনীর গণসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, আজ বিকেল ৫টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ কার্যকর হবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Mainstream media house of Nepal was burnt down to ashes by Nepalese protesters.
This was the Godi media of Nepal.
I am appealing to the youth of India, please don’t get inspired by this. 🙏pic.twitter.com/NiW4us4Gp9
— Dr Nimo Yadav 2.0 (@DrNimoYadav) September 9, 2025
বিবৃতিতে নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় এবং বিক্ষোভে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভে অরাজক উপাদান ঢুকে অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, টার্গেট করে হামলা এমনকি যৌন নির্যাতনের চেষ্টার মতো ঘটনা ঘটিয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, আন্দোলনের নামে এসব অপরাধমূলক কর্মকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
THIS IS HOW IT’S DONE 🏆
Politicians BANNED social media use in Nepal so their CITIZENS BURNED DOWN PARLIAMENT 👏🏻👏🏻👏🏻 as the CORRUPT Politicians FLED by helicopter. pic.twitter.com/TUDS2DJgVO
— Liz Churchill (@liz_churchill10) September 9, 2025
কারফিউ চলাকালে জরুরি সেবার যানবাহন যেমন— অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মীদের গাড়ি চলাচলের অনুমতি থাকবে। প্রয়োজনে স্থানীয় নিরাপত্তা সদস্যদের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।
In Nepal, citizens capture communist politicians and throw them into the river. pic.twitter.com/3eKGOh1j7h
— RadioGenoa (@RadioGenoa) September 9, 2025
এছাড়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে না পড়তে এবং কেবল সরকারি ঘোষণা অনুসরণ করতে অনুরোধ করেছে সেনাবাহিনী। জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তায় সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে।
instagram is flooded with the videos of Nepal protest pic.twitter.com/nDs5Jnf74l
— Gabbar (@Gabbar0099) September 9, 2025
আরো পড়ুন:
বিক্ষোভকারীদের দেয়া আগুনে প্রাণ হারালেন নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী (ভিডিও)নেপালের নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী, সহিংসতায় নিহত ১৯ (ভিডিও)
সহিংস বিক্ষোভে নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু দুবেকে লাথি-ঘুষি