শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক / ৪৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নোয়াখালীর কবিরহাটে ঘরে ঢুকে এক বৃদ্ধ নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তারা লুট করেছে চার ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা। গত মঙ্গলবার (০১ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হোসনে আরা বেগম (৭০) স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামাল খানের মা। কামাল খান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

আহতের আরেক ছেলে মাইন উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মা একাই ঘরে ছিলেন। সেই সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের মাথায় তিনটি কোপ দেয়। এরপর কানে থাকা স্বর্ণালংকার ছিঁড়ে নেয় এবং ঘরের বিছানার নিচে রাখা নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

হোসনে আরার নাতি সালমান রক্তাক্ত অবস্থায় দাদি‌কে অচেতন পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহতের ছেলে মাইন উদ্দিন বলেন, এটি শুধুই চুরি নয়, পরিকল্পিত ডাকাতি। আমার মা সবসময় স্বর্ণালংকার পরতেন। তাকে যেভাবে কোপানো হয়েছে, তা বর্বরতা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুট করতে এসে দুর্বৃত্তরা চেনা পড়ে যাওয়ার ভয়ে হামলা চালিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরো খবর...