নোয়াখালীতে গত দুই দিনের টানা বৃষ্টিতে বাড়তে থাকা পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এখনও শহরের বিভিন্ন সড়কে ও পাড়া-মহল্লার নিচু বাসা-বাড়ির আঙ্গিনায় এবং মেঝেতে পানি রয়েছে। এতে এখনও কমেনি দুর্ভোগ।
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ১৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত তিন দিনের তুলনায় সর্বনিম্ন। বৃষ্টি না হলে আগামী ২-৩ দিনের মধ্যে সড়ক ও নিচু এলাকার পানি পুরোপুরি সরে যাওয়ার আশা করছে স্থানীয়রা।
এদিকে, বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় এখনও ভোগান্তি কমেনি। সড়কে পানি জমে থাকায় খানাখন্দে পড়ে বিকল হচ্ছে হালকা যানবহন। শহরের নিচু এলাকায় বাসা বাড়িতে এখনও পানি থাকায় দুর্ভোগ পোহাচ্ছে নাগরিকরা। খোঁজ নিয়ে জানা যায়, জেলার সদর, কবিরহাট ও কোম্পানীগঞ্জের বেশ কিছু ইউনিয়নে এখনও মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পানি নামতে শুরু করায় বিভিন্নস্থানে সংশ্লিষ্টরা কাজ করছে। বৃষ্টি না থাকলে আগামী ২-৩ দিনের মধ্যে শহরের পানি সরে যাবে। তারপরও শনিবার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।