শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করলেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩০ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

বলিউডের বিতর্কিত পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে এবার প্রকাশ্যে অভিযোগ তুললেন অভিনেত্রী এষা গুপ্তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হামশকলস’ সিনেমার শুটিং চলাকালে সাজিদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। একপর্যায়ে পরিচালক তাকে গালিগালাজ করলে, এষাও পাল্টা জবাব দেন এবং শুটিং সেট ছেড়ে বেরিয়ে যান।

সিদ্ধার্থ কাননের পডকাস্টে কথা বলতে গিয়ে এষা বলেন, আমি এমন একজন মানুষ, যে অপমান সহ্য করতে পারে না। সাজিদ আমাকে গালি দিলে আমিও চুপ থাকিনি। কেউ কেউ কথা বলার আগে ভাবে না, অনেক সময় মাথা গরম থাকায় তারা অন্যদের ওপর রাগ ঝাড়ে। তিনি আরও বলেন, ঘটনার পর আমি সরাসরি গাড়িতে গিয়ে বসি, তখনও সিনেমার কস্টিউম পরা ছিল আমার। তারপর সোজা বাড়ি ফিরে যাই। তখনই সিদ্ধান্ত নেই, সিনেমাটিতে আর কাজ করব না।

তবে পরবর্তীতে সিনেমাটির প্রযোজক বাসু ভগ্নানি ও সহপ্রযোজক তার সঙ্গে যোগাযোগ করেন ও দুঃখ প্রকাশ করেন। পরে সাজিদ খান নিজেও ক্ষমা চেয়েছিলেন বলে জানান এষা। যদিও অভিনেত্রীর মতে, এই ক্ষমা যেন কেবল আনুষ্ঠানিক ছিল—ভালোবাসা ও শ্রদ্ধাবোধ আর ফিরে আসেনি। তার ভাষায়, একবার কেউ নিজের সম্মান নিজেই হারিয়ে ফেললে, তাকে আর আগের মতো সম্মান দেখানো যায় না। ঠিক আছে, সম্পর্কটা স্বাভাবিক ছিল, কিন্তু ভেতরে ভেতরে দূরত্ব থেকেই গেছে।

এষা জানান, পেশাদারিত্ব বজায় রাখতেই তিনি সিনেমার কাজ শেষ করেন। তিনি বলেন, আমি শুধু চাইছিলাম সিনেমাটা ভালো চলুক। তাই মেপে চলেছি। তবে যখন প্রিমিয়ারে পুরো সিনেমা দেখলাম, মনে হলো, এমন ফলাফলের জন্য কিছুই করা যেত না।

উল্লেখ্য, সাজিদ খানের পরিচালনায় ‘হামশকলস’ সিনেমায় অভিনয় করেছিলেন সাইফ আলি খান, রিতেশ দেশমুখ, রাম কাপুর, তামান্না ভাটিয়া, বিপাশা বসু ও এষা গুপ্তা। সিনেমাটির মুক্তির পর বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।


এ জাতীয় আরো খবর...