জামালপুরে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি পৌর এলাকার দড়িপারায় অবস্থিত প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পেরে কলেজটি মূল ফটকের সামনে অবস্থান নেন।
জানা গেছে, প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী পরীক্ষার প্রবেশপত্রের জন্য বুধবার রাত ২টা পর্যন্ত অপেক্ষা করেন। প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষের কক্ষে হট্টগোল শুরু করেন।
একপর্যায়ে রাতেই প্রতিষ্ঠানটির ভবনে তালা দিয়ে আত্মগোপনে চলে যান অধ্যক্ষ রেজাউল ইসলাম। বৃহস্পতিবার সকালে আবারো শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে অর্থ নিলেও কিছুই দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।
প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের সঙ্গে যোগযোগ করার জন্য কলেজে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে একাধিকার কল দিলেও তিনি ধরেননি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আফসানা তাসলিম জানান, প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থীরা লিখিতভাবে আবেদন বা অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জেলায় এ বছর ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৫৭৫ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।