পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি খ্রিস্টান শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে গির্জায় আগুন দেয়ার অভিযোগ ওঠার পর ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি এই ঘটনাকে “সন্ত্রাসী কর্মকাণ্ড” বলে আখ্যা দিয়েছেন এবং দোষীদের বিচার চেয়েছেন।শনিবার এক বিবৃতিতে বলেন, “এটা সন্ত্রাসবাদ, এটা অপরাধ। যারা তায়বেহ শহরে বা অন্য কোথাও এমন সন্ত্রাস ও সহিংসতা চালিয়েছে, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।”
খ্রিস্টান অধ্যুষিত ফিলিস্তিনি শহর তায়বেহতে ৮ জুলাই ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি কবরস্থান ও ঐতিহাসিক গির্জার কাছে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেন স্থানীয় ধর্মীয় নেতারা। এই শহরটি পশ্চিম তীরের একটি বিরল খ্রিস্টান প্রধান অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। আগুন দেয়ার ঘটনায় শহরের জনগণ এবং আন্তর্জাতিক খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়েছে।
মাইক হাকাবি যুক্তরাষ্ট্রের সাবেক গভর্নর ও প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। ইসরায়েলি বসতির একজন কট্টর সমর্থক হিসেবেও তিনি ব্যাপকভাবে পরিচিত। এমন একজন রাজনীতিকের মুখে ইসরায়েলি বসতিবাদীদের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসবাদের অভিযোগ ব্যতিক্রমী ঘটনা।
এর আগে, ১৬ জুলাই পশ্চিম তীরে এক ফিলিস্তিনি-মার্কিন নাগরিককে বসতিবাদীদের হাতে হত্যার ঘটনারও তদন্ত দাবি করেছিলেন এবং এটিকে একইভাবে “সন্ত্রাস ও অপরাধ” হিসেবে বর্ণনা করেছিলেন হাকাবি।