শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

পুলিশের বিশেষ অভিযান, পল্লবী-নিউমার্কেট এলাকায় গ্রেপ্তার ৩০

নিজস্ব প্রতিবেদক / ২৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

রাজধানীর পল্লবী ও নিউমার্কেট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী ও নিউমার্কেট থানা পুলিশ।

পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন- মো. মহিউদ্দিন (২২), মো. আরমান (৩০), মো. শাকিল (২০), মো. সুজন (২৫), মো. নাহিদ হাসান (২৪), মো. কাওসার (১৮), মো. জাহিদ (২২), মো. রিয়াজ (১৯), মো. আ. করিম (২০), স্বপন হোসেন (৩৫), মো. নবাব (২২), মো. সোহেল (২০), মো. রফিক (২৩), মো. কবির আহমেদ (২০), মো. আরিফ (২১), মো. খাইরুল ইসলাম (২০), বিশাদ হাসান (২৩), মো. শাকিল, মো. সোহান আহম্মেদ (২২), মো. তুষার খাঁন (২৫) ও মো. হাফিজুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে ৬৪০টি ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, ৭৫ গ্রাম গাঁজাসহ অবৈধ মাদকদ্রব্য বিক্রির দুই লাখ ৯২ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।

নিউমার্কেট থানা এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন- মো. সজল মিয়া (৪২), মো. বজলু (৩৯), ইউসুফ (৩৯), মো. জহির (৪০), মো. মনির হোসেন (৩৮), মো. ইউসুফ (৩৯), মো. হবিবুর রহমান (৪০), আশরাফুল ইসলাম (১৯) ও মো. সাহাবুদ্দিন (৪০)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত বুধবার (৮ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে নিউমার্কেট থানা এলাকার বিভিন্ন স্থান থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, একই দিনে পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...