মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

প্রথম দিনেই ৮ উইকেট হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

শ্রীলংকার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ ব্যাটিং বান্ধব। উইকেট থেকে বোলারদের তেমন কিছু নেওয়ার নেই। ব্যাটিং স্বর্গ  হিসেবে খ্যাত এই উইকেটেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি টাইগাররা।

চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে কলম্বো টেস্টের প্রথম দিনে মাত্র ২২০ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারায় ৮ উইকেট। প্রথম সারির ব্যাটসম্যানদের হারিয়ে ইনিংস গুটানোর অপেক্ষায় বাংলাদেশ।

দলীয় ৫ রানে ফেরেন গল টেস্টের দুই ইনিংসে ০ ও ৪ রানে আউট হওয়া এনামুল হক বিজয়। কলম্বো টেস্টেও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার।

দলীয় ৪৩ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। প্রথম টেস্টের দুই ইনিংসে ২৯ ও ১৪ রান করা মুমিনুল, কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন মাত্র ২১ রানে।

একটা পর্যায়ে ২ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৭৪ রান। এরপর মাত্র ২ রানের ব্যবধানে হারায় ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ওপেনার সাদমান ইসলাম অনিক।

গল টেস্টের দুই ইনিংসে ১৪ ও ৭৬ রান করা সাদমান, কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৪৬ রান করে। গল টেস্টের দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত, কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন মাত্র ৮ রানে।

চা পানের ঠিক বিরতিতে যাওয়ার আগে উইকেট হারান লিটন কুমার দাস। গল টেস্টে ৯০ ও ৩ রান করা লিটন কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৩৪ রানে।


এ জাতীয় আরো খবর...