বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা বলেন, ‘স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া অবশ্যই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।’
প্রধান উপদেষ্টা পিএসসির সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং বদলি নীতিমালার সংস্কার চেয়ে বলেন, ‘সুপরিকল্পিত বদলির ব্যবস্থা থাকতে হবে। তদবিরনির্ভর বদলি বন্ধ করতে হবে।’
নারীবান্ধব অবকাঠামো গড়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি স্কুল ভবন নির্মাণ কমিটিতে নারী স্থপতি রাখতে হবে, যাতে ছাত্রীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নির্মাণ পরিকল্পনা হয়।’
প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘শিশুদের ভবিষ্যতের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই হবে।’